8.2 C
New York
April 10, 2020
Alorkantho24.com
চট্টগ্রাম

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী,

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সংবাদকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, গুটিকয়েক দোকানি ও স্বল্প আয়ের হাতেগোনা কিছু লোকজন ছাড়া নগরীতে কেউ বাহির হতে দেখা যায়নি।

২৬ মার্চ সকাল থেকে আজ ২৭ মার্চ ও নগরীর বিভিন্ন এলাকায় দেখা যায় এ ধরণের দৃশ্য।

এসময় নগরীর আগ্রাবাদ, নিউমার্কেট মোড়, টাইগারপাস মোড় আন্দরকিল্লার মোড়, জামালখান মোড়, টেরীবাজার মোড়, নবাব সিরাজদৌল্লাহ রোড সহ বিভিন্ন জনশূন্য সড়কে গুটি কয়েক রিক্সা ছাড়া অন্য যানবাহন তেমন চোখে পড়েনি।সকাল থেকে প্রশাসনের সঙ্গে মাঠে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। শহরের সড়ক, অলি-গলিতে টহল দেওয়া ছাড়াও সচেতনতামূলক মাইকিং এবং সিভিল প্রশাসনের কাজে সহায়তা করছেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা পেয়ে সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হচ্ছে নগরের অধিকাংশ দোকানপাট। শুধু খোলা রাখা হচ্ছে কয়েকটি ওষুধ এবং মুদির দোকান।করোনা ভাইরাস সংক্রমণ রোধে কোনো জায়গায় ৫-৭ জনের অধিক লোক যাতে জড়ো হতে না পারে, এবং জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন যেন নির্দিষ্ট দূরত্ব মেনে চলাফেরা করে সেটা ও নিশ্চিত করেন প্রশাসন বাহিনী।

Related posts

চসিকর করোনা প্রতিরোধে পুরো শহরজুড়ে জীবাণুনাশক পানি ছিটানো অব্যাহত

editor

পিনাকি দাশের আজ শুভ জন্মদিনে শুভেচ্ছা শুভ কামনা

editor

করোনাভাইরাস প্রতিরোধে চসিকর পুরো শহরজুড়ে জীবাণুনাশক পানি ছিটানো অব্যাহত

editor

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বান্দরবানের লামা হলো লকডাউন

editor

করোনায় ও সিতাকুন্ডে বিয়ে

editor

কর্মহীন বেদে পরিবারদের ত্রাণ দিলো চট্টগ্রাম জেলা প্রশাসন

editor

Leave a Comment