এস,আহমেদ ডেক্স প্রতিবেদন: চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক নগরের ৪১ ওয়ার্ডের সচিবসহ ৪৮জনকে একযোগে বদলি করা হয়েছে।চসিকর সূত্র জানান চসিকের কাজে গতিশীলতা আনতে এই রদবদল। সোমবার চসিকের সচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।চসিকের ওয়ার্ড সচিব সাম্প্রতিক পর্যায়ে সবচেয়ে বড় রদবদল। আগামী ২০ আগস্টের মধ্য বদলিকৃতদের নতুন কর্মস্থলে অবশ্যই যোগ দিতে বলা হয়েছে।চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা রদবদল সম্পর্কে জানান এই রদবদলের কোন কারণ নেই বলে উল্লেখ করে তিনি বলেন,৪১ টি ওয়ার্ডের সবাইকে বদলি করা হয়েছে। ।‘স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই বদলি। নাগরিক কাজ গতিশীলতা আনতে এমনটা করা হয়েছে।’৪১ ওয়ার্ডের সচিব এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের সচিবসহ আরো কিছু বিভাগের মিলে ৪৮ জনকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। আগামী ২০ আগস্টের মধ্যে তাদের বদলিকৃত স্থান ও পদে যোগ দিতে বলা হয়েছে।
এর আগে গত ১২ আগস্ট একদিনেই পৃথক দুই অফিস আদেশে চসিকের রাজস্ব বিভাগের ২৪ জন কর্মকর্তা-কর্মচারি এবং ভূ-সম্পত্তি শাখা ও প্রকৌশল শাখার মোট ১৮ জন কর্মকর্তা-কর্মচারিকে একযোগে বদলি করা হয়েছিল।
চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন দায়িত্ব গ্রহণ করেন গত ৬ আগস্ট। দায়িত্ব গ্রহণের ১২ দিনের মাথায় বিভিন্ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেশকয়েক দফায় রদবদল হয়েছে। চসিকের ৪১টি ওয়ার্ডের দায়িত্ব চসিকের তিন শীর্ষ কর্মকর্তাকে ভাগ করে দিয়ে একটি অফিস আদেশ জারি করেছিলেন চসিক প্রধান নির্বাহি কর্মকর্তা মো. শামসুদ্দোহা। এতে গুঞ্জন উঠেছে স্থানীয় বাসিন্দাদের জন্ম-মৃত্যু এবং ওয়ারিশ সনদপত্র সংগ্রহের মত গুরুত্বপূর্ণ কাগজপত্র হাতে পেতে সৃষ্টি হবে নতুন জটিলতা।
এমন শঙ্কার বিপরীতে চসিকের কর্মকর্তারা জানিয়েছিলেন, নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় ওয়ার্ড সচিবদের সাথে মূল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দৃঢ় সেতুবন্ধনের উপর জোর আরোপ করার কথা ভাবছে চসিক।