চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিয়ে দুই কোচের রণকৌশল

চ্যাম্পিয়নস লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অন্যদিকে প্রথমবার আসরের ফাইনালে উঠেছে পিএসজি।তবে এই ম্যাচে খেলোয়াড়দের চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন পিএসজি কোচ টমাস টুখেল। আর বায়ার্ন কোচ হান্স ফ্লিক গতিময় ফুটবল খেলার ধারা অব্যাহত রাখতে চান।
চলমান মৌসুমে বায়ার্ন মিউনিখ অনেকটাই অপ্রতিরোধ্য। টানা ১০টি ম্যাচ জিতেছে তারা। বার্সেলোনার মতো দলকে ৮-২ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে এরই মধ্যে ১৫টি গোল করেছেন লেভানদোভস্কি। ফাইনালে তাই তাদেরই এগিয়ে রাখছেন অধিকাংশ ফুটবল বিশেষজ্ঞ।যে দলে নেইমার, কিলিয়ান এমবাপ্পে, অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো একঝাঁক তারকা রয়েছেন। তাই এই দলকে সমীহ না করারও কোন উপায় নেই। ফ্রেঞ্চ বেকেনবাওয়ারের মতো কিংবদন্তি পর্যন্ত সতর্ক করে দিয়েছেন বায়ার্নকে।
এই দ্বৈরথের আগে বায়ার্ন কোচ হান্স ফ্লিক বলেন, পিএসজি অসাধারণ দল। দুর্দান্ত লড়াই করে শেষ চারে ও ফাইনালে উঠেছে। পিএসজির খেলা বিশ্লেষণ করে বুঝেছি, ওরা প্রচণ্ড গতিতে আক্রমণে উঠে আসে। আমাদের রক্ষণ মজবুত করে খেলতে হবে। আমাদের প্রধান অস্ত্র তাদের চাপে ফেলা। গত ১০ মাস ধরে এভাবেই খেলছি। কোনো অবস্থাতেই কৌশল পরিবর্তন করব না। বিপক্ষের ফুটবলারদের বল ধরতে না দেওয়াই হবে আমাদের লক্ষ্য।
এদিকে পিএসজি কোচ টমাস টুখেলের জন্ম জার্মানিতে। দুবছর আগে বরুশিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন। নিজ দেশের দলের বিপক্ষে ফাইনালের আগে তিনি বলেন, এ মুহূর্তে আমার অনুভূতি প্রকাশ খুব কঠিন। আগে প্রচণ্ড হতাশ ছিলাম, এখন আমি দারুণ খুশি। তবে এখন আমাদের প্রধান কাজ হচ্ছে খেলোয়াড়দের মনঃসংযোগ নষ্ট হতে না দেওয়া। এই পরিস্থিতিতে আমাদের শান্ত ও চাপমুক্ত থাকতে হবে।