নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার সকালে নূপুর মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্র জানান, সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।