আর্ন্তজাতিক আফগানিস্তানে বিমান হামলায় ১২ জঙ্গি নিহত সেপ্টেম্বর ১২, ২০২০ Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাকহার প্রদেশের রাজধানী তালুকান শহরে জড়ো হওয়া তালেবানদের ওপর বিমান হামলায় ১২ জঙ্গি নিহত হয়েছে। শনিবার এ বিমান হামলা চালানো হয়। প্রাদেশিক গভর্ণরের মুখপাত্র মোহাম্মদ জাওয়াদ হাজারি এ কথা জানান।