প্রাণ ফিরে পাচ্ছে পরিবেশ-প্রকৃতি

পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙছে মানুষের। ভোরের বাতাসে মিলছে শুদ্ধতার অনুভূতি।করোনা ঠেকাতে মানুষ থেকেছে ঘরবন্দী। সামাজিক দূরত্ব মেনে লকডাউন থেকে অনেকেই কাজে ফিরতে শুরু করেছে। দেশে দেশে কয়েক মাস ধরে চলেছে লকডাউন, জরুরি অবস্থা, কারফিউ। যান চলাচল বন্ধ ছিল। জনশূন্য হয়ে পড়ে জনপ্রিয় সব পর্যটনকেন্দ্র। মহামারী করোনা আতঙ্কে মানুষ যখন ঘরে বন্দী তখন প্রাণ ফিরে পাচ্ছে প্রকৃতি। নাগরিক দৃশ্যপট থেকে যেসব পশুপাখি বহুদিন আগে হারিয়ে গিয়েছিল তারা আবার নিজেদের জায়গায় ফিরতে শুরু করেছে। মানুষের মৃত্যু বিষাদের মধ্যে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। পরিবেশে কমেছে দূষণের মাত্রা। সমুদ্রসৈকতে দলবেঁধে জলকেলি করছে নানা প্রাণী ও পাখিকূল।অধিকাংশ শহরে বায়ুদূষণের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। বাতাসে কমেছে দূষিত পদার্থের পরিমাণও।পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, লকডাউনের কারণে মানুষের আচরণ পাল্টানোয় এ উন্নতি দেখা যাচ্ছে শহরকে অনেক বেশি ঝকঝকে ও পরিষ্কার মনে হচ্ছে। কার্বন নিঃসরণের এই পতন বিশ্বজুড়ে পরিবেশের জন্য ইতিবাচক এক অনন্য পরিবর্তন