সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ২৫ জন। সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়, সকালে রাজধানী ঢাকা থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা নীলাচল পরিবহনের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে গেলে অন্তত ২৫ জন আহত হয়। এ দুর্ঘটনায় কেউ নিহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান স্থানীয়রা।