সৌদি প্রবাসীরা আবারও রাস্তায়,সড়ক অবরোধ

 
ভিসা নবায়নে সৌদি আরবের কঠিন শর্তে আবারও অনেকের সৌদি যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।বিমানের টিকিট এবং ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে সৌদি প্রবাসীরা মঙ্গলবার আবারও রাস্তায় নেমেছেন।
 
সকাল ১০টার দিকে তারা কারওয়ান বাজার এলাকার কাছে প্রধান সড়কে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে সড়ক ছাড়লেও অবরোধের কারণে এ সড়কে যানজটের সৃষ্টি হয়।
সংগঠিতভাবে ব্যানার হাতে নিয়ে সার্ক ফোয়ারার সামনে সড়ক অবরোধ করেন সৌদি প্রবাসীরা। তাদের দাবি, স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বৃদ্ধি এবং টিকিট দেওয়া নিয়ে হয়রানি বন্ধ করা। সকাল সাড়ে ১০টার দিকে সরে যান বিক্ষোভকারীরা। এরপর ধীরগতিতে যান চলাচল শুরু হয়।
 
ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের (পশ্চিম) এডিসি মঞ্জুর মোর্শেদ জানান, সড়ক অবরোধের সময় কারওয়ান বাজার থেকে বিজয় সরণি পর্যন্ত দীর্ঘ এলাকায় যানজটের সৃষ্টি হয়।