তীব্র তাপে পুড়ছে সারাদেশ অতিষ্ঠ জনজীবন »

 
এস আহমেদ ডেক্স প্রতিবেদন» প্রচণ্ড গরম ও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় প্রায় সারা দেশে অতিষ্ঠ হয়ে উঠেছে নাগরিক জীবন। সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং-এর ভোগান্তি। তীব্র তাপে পুড়ছে প্রকৃতি, পুড়ছে নগরজীবন। ক’দিন ধরেই চলছে এমন তপ্ত অবস্থা। ঘরে-বাইরে গরমে হাঁসফাঁস করছে মানুষ।এই ভ্যাপসা গরমে একটু স্বস্তি পেতে গাছের ছায়া আশ্রয়ে ছুটছেন আবার পানিতে নেমে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরাও।একদিকে বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং, অন্যদিকে মাথার উপর সূর্যের প্রকট তাপ। বলা যায় দুয়ে মিলে চার। ফলে অনেকটা অসহনীয় জীবনযাপন করছে শহরবাসী।এদিকে নগরীতে কোমল পানীয়, শরবত ও রসালো ফলের চাহিদা বেড়েছে।গরমের হাত থেকে স্বস্তি পেতে মানুষ ঝুঁকছে বিভিন্ন কোমল পানীয় এবং শরবতের দিকে। ফুটপাতে বসেছে শরবত, শশা, ডাব ও ঠাণ্ডা পানীয়র দোকান। বেড়েছে বিভিন্ন রাসালো ফলের বিক্রি।ফলে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।রাজধানী ও চট্রগ্রাম সহ শহরাঞ্চলে গরম অনুভুত হচ্ছে বেশি। ওপরে সূর্যের খরতাপ, নিচে দালানকোঠা ও পিচঢালা রাজপথের উত্তাপ। বেশি বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। ৩৫ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রার মাঝেও ছুটতে হচ্ছে জীবিকার প্রয়োজনে। প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
তীব্র গরমে দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে গরমজনিত রোগির সংখ্যা। । চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।