সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চসিক। তখন অনেকেই ফুটপাতে রাখা মালামাল সরিয়ে নেন। ব্যবসায়ীদের দখলে থাকা সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আজ শনিবার নগরীর জিপিও প্রধান সড়কের চসিক নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়েছে । কিন্তু নগরে এ ধরনের অভিযান প্রায়শই চালানো হয় এবং অভিযানের পর আবার দখল হয় ফুটপাত কিংবা সড়ক। কেন এ অভিযানগুলো শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয় ? কেন সত্যিকার অর্থেই দখল মুক্ত করা সম্ভব হয়না নগরীর সড়ক কিংবা ফুটপাতগুলো ? ফুতপাতের দোকান ফুটপাতে কিংবা ফুটপাত সংলগ্ন সড়কে। আজ সেখানেই অভিযান চালিয়েছে একটি ছোট দোকান উচ্ছেদের মধ্য দিয়ে, যে দোকানটির দশ গজের মধ্যেই মূল সড়কের ওপরেই দাড়িয়ে আছে কয়েকটি দোকান , সেটি অবশ্য অক্ষতই থেকে গেছে।
এভাবে সিডিএ কোটবিল্ডিং সংলগ্ন সড়কে ফুটপাতে কদিন পর পর উচ্ছেদ অভিযান চালনো হয় কিন্তু কিছুক্ষণ অভিযানের পর আবার দখল হয় ফুটপাত কিংবা সড়ক।।এভাবে চলছে চোর পুলিশ খেলা নগরের সর্বত্র বিস্তারিত আসছে