রোববার (১১ অক্টোবর) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলায় দুর্গম রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় সন্তু গ্রুপের নেতৃত্বাধীন পিসিজেএসএসের কালেক্টর বসন্ত তঞ্চঙ্গ্যা ওরফে দুর্জয় তঞ্চঙ্গ্যাকে (৩৫) গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্জয় তঞ্চঙ্গ্যা শনিবার সকালে তার ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে রাইখালী ইউনিয়নের ভালুকিয়া থেকে কারিগর পাড়ায় এসে যাত্রী নামিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় তার প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে। আজ (রোববার) সকালে ভাড়া নিয়ে কারিগরপাড়া নামক স্থানে গেলে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে তাকে। তার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।