ব্রেকিৎ নিউজ » কক্সবাজারের চকরিয়ার যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ

 
বুধবার ১৪ অক্টোবর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মইক্যাঘোনা এলাকায় বেলা দুইটার দিকে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে ডাম্পার চালক নিহত হন এবং যাত্রীবাহী বাসের চালকসহ অন্তত ১২জন যাত্রী আহত হন ।
 
আহত সবাইকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এ দুর্ঘটনাায় নিহত ডাম্পার চালকের নাম মোহাম্মদ হোসেন বাবু (২৮)। তিনি খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের আবু বক্করের ছেলে। তবে দুর্ঘটনায় গুরুতর আহত বাস চালকসহ যাত্রীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।
সূত্র জানান, দুর্ঘটনায় নিহত ডাম্পার চালকের লাশ উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের মধ্যে আর কেউ মারা যায়নি।