রাঙামাটিতে  নিরাপত্তা বাহিনীর টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ২সন্ত্রাসী নিহত

 

 

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় নিরাপত্তা বাহিনীর টহল দলের উপর  সন্ত্রাসীদের গুলিবর্ষণ। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে দুই সন্ত্রাসী নিহত হন।এতে গুলিবিদ্ধ হয়েছেন সেনাবাহিনীর এক সদস্য।মঙ্গলবার সন্ধ্যায় নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নে নিরাপত্তা বাহিনীর টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবর্ষণের এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, সেনা টহলের উপর অতর্কিত গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এতে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি করলে দুই সন্ত্রাসী নিহত হন। তাৎক্ষণিক তাদের ও গুলিবিদ্ধ সেনা সদস্যের নাম জানা যায়নি। সেনা সদস্যকে চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সেনাবাহিনী ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একে ২ বোর অটোমেটিক রাইফেল উদ্ধার করে।
এছাড়া ঘটনাস্থলে তল্লাশি অব্যাহত রয়েছে। ওই এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও সার্বিক) মো. ছুফি উল্লাহ বলেন, নানিয়ারচর থানার ওসি ঘটনাস্থল থেকে ফিরলে বিস্তারিত জানতে পারবো।