ব্রেকিৎ নিউজ » নিয়ন্ত্রণহীন সবজি বাজার, দফায় দফায় বাড়ছে শাকসবজির দাম

 
নিত্য প্রয়োজনীয় শাকসবজির বাজার মূল্য নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে। প্রশাসনের তদারকি ও নিয়মিত বাজার মনিটরিং না করায় কয়েক দফায় বেড়েছে কাঁচা শাকসবজির বাজার দর। সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে আলু, বেগুন ও কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। যে আলুর দাম ছিল ২৫ থেকে ২৮ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৫ থেকে ৫৫ টাকায়। আলুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে,করলা,লাউ, কাঁচা মরিচ বেগুনসহ বিভিন্ন সবজির দাম।
 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর বাজার, উপজেলার বেশ কয়েকটি কাঁচা বাজার ঘুরে এমনটা জানা গেছে। ১০ দিন আগেও সবজি বাজারে বেগুন ছিল ৪০-৫০ টাকা এখন ৬৫-৮০ টাকা। যে আলু ছিল ২০-৩০ টাকা, এখন দাম বেড়ে ঠেকেছে ৪৫ থেকে ৫৫ টাকায়। আলু বেগুণের সাথে দাম বেড়েছে তরিতরকারির অন্যতম উপাদেয় কাঁচা মরিচেরও। আগে কাঁচা মরিচ বিক্রি হতো ১৬০ থেকে ২০০ টাকা, এখন ৩০০ টাকা। এখন সব সবজিরই চড়া দাম।
 
ক্রেতাদের অভিযোগ, সবজির বাজারের পরিস্থিতি এখন লাগামহীন। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। এ নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। নিত্য খাদ্যপণ্যের এমন দাম বাড়াতে সবচেয়ে বেশি বিপাকে বেড়েছে নিম্ন আয়ের মানুষেরা। সরকারি কোনো মনিটরিং না থাকায় এক মাসের ব্যবধানে প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে ২০-৩০ টাকা। আবার কোথাও কোথাও দিনের বেলা একরকম দামে বিক্রি হলেও রাতে তা আরও বাড়তি দামে কিনতে হচ্ছে। দাম বাড়ার ব্যাপার কারণ হিসেবে সরবরাহ সংকটকে দুষছেন ব্যবসায়ীরা।
 
কাঁচামাল ব্যবসায়ীরা বলছেন, কয়েক দফা বন্যা আর অতি বৃষ্টিও প্রভাব ফেলেছে সবজির দামে। পাশাপাশি কাঁচা শাকসবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা চড়া মনে হচ্ছে। যেকোনো সময়ের তুলনায় এখানে সবজির সরবরাহ কমেছে প্রায় ৩৫ থেকে৪০ শতাংশ। তাদের দাবি, আগের চেয়ে বাজারে কাঁচা শাকসবজির সরবরাহ কিছুটা কম হচ্ছে। যার প্রভাবে ব্যবসায়ীদেরও বেশি দামে কিনে, বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সঙ্গে কয়েক দফার অতি বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতেও দুষছেন ব্যবসায়ী মহল। প্রতি বছর আগাম শীতকালীন শাকসবজিতে মাঠ ভরা থাকলেও এবার দ্রুত পচনশীল সবজিসহ বেশিরভাগ ফসল বন্যায় নষ্ট হওয়ার কারণে আলুর ওপর চাপ পড়েছে এজন্য দামটা একটু বেশি বলছেন ব্যবসায়ীরা।