আজ শনিবার(১৭অক্টোবর) চট্রগ্রাম নগরীতে তীব্র গরম আর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।এতে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং।সূর্যের প্রখর তাপ আর ভ্যাপসা গরমে ক্লান্ত হয়ে পড়েছে এ নগরজীবন।এতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে ও অনেকই। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছে নগরবাসীরা।একদিকে বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং, অন্যদিকে মাথার উপর সূর্যের প্রকট তাপ। বলা যায় দুয়ে মিলে চার। দিনের গরমে প্রচন্ড তাপদাহ তীব্র গরমে দৈনন্দিন কাজ সারতে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।ফলে অনেকটা অসহনীয় জীবনযাপন করছে নগরবাসী। ঘরে-বাইরে গরমে হাঁসফাঁস করছে মানুষ। চট্রগ্রাম ও রাজধানীসহ শহরাঞ্চলে গরম অনুভুত হচ্ছে বেশি।তীব্র তাপদাহে পুড়ছে জনজীবন।অতিষ্ঠ হয়ে তৃষ্ণার্ত মানুষ ও প্রাণীকুলে নাভিশ্বাস উঠেছে।দেহ মনকে সতেজ করার জন্য মানুষের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা। মানুষের দুর্ভোগ এখন চরমে। কয়েকদিন ধরে এমন টানা ভ্যাপসা গরম, লোড শেডিং আর তীব্র গরমে অতিষ্ঠ ঘর বন্দি মানুষ। সূর্য যেন নিক্ষেপ করছে আগুনের হল্কা। । নেই বাতাস, নেই বৃষ্টি।
এদিকে তীব্র গরমে নানান রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে শিশুরা রোগে আক্রান্ত হচ্ছে বেশি।এই গরমে রাতে দিনে যদি এভাবে লোডশেডিং হয় তাহলে মানুষ বাঁচবে কিভাবে।লোডশেডিং-এর কারণে তাদের পড়াশোনায় চরমভাবে বিঘ্ন ঘটছে।কোরবাণীগঞ্জ সহ আশেপাশের এলাকায় তীব্র বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তি।ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি।
সংশ্লিষ্ট সূূত্রে জানায়, বিদ্যুৎ বিভাগকে অবহিত করেও তারা এখনো কোনো তৎপরতা নেই বলে জানান।গরম অনুভত হচ্ছে তার চেয়ে অনেক বেশি। এর মাঝেও ছুটতে হচ্ছে জীবিকার প্রয়োজনে ঘরের বাইরে মানুষদের। এই গরমে একটু স্বস্তি পেতে ডাব,ঠাণ্ডা পানীয়,শরবতের দোকানে ভিড় করছে মানুষ। অনেকে পানিতে নেমে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুদের সঙ্গে নানা বয়সী মানুষ।তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চল। তীব্র গরম, সঙ্গে বাতাসে বাড়তি জলীয় বাষ্প, হাঁসফাঁস গোটা রাজ্য।এই মুহূর্তে সবাই যখন করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন ঠিক তখনই ফেঁপে উঠেছে প্রকৃতি।তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও গত কয়েক দিন ধরে দেখা দিল তীব্র তাপপ্রবাহ।এতে হাঁসফাঁস করছে চট্টগ্রামবাসীর জীবন।সূর্যের প্রচণ্ড উত্তাপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।ফলে জীবিকার তাগিদে করোনার মাঝেও ঘর থেকে রাস্তায় বের হয়েছেন তারাই পড়েছেন সীমাহীন দুর্ভোগে।