নুর নবী রাসেল.মিরসরাই (চট্টগ্রাম). বিদ্যুৎ বিতরন লাইনের রক্ষনাবেক্ষন কাজের জন্য সকাল থেকেই বন্ধ থাকছে বিদ্যুৎ। তার ফলে নাভিশ্বাস বেরিয়ে যাচ্ছে সাধারন মানুষদের। অন্যদিকে বিদ্যুৎ না থাকায় ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে চরম বিপর্যয়। অতি তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ।আজ শনিবার সকাল থেকেই সকাল ৮ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত টানা ৯ ঘন্টা বন্ধ থাকছে বিদ্যুৎ সেবা।
ঘোষনা মোতাবেক বিদ্যুৎ বন্ধ থাকায় চরম বিপর্যয় নেমে এসেছে। একদিকে যেমন অতি গরমে অতিষ্ঠ মানুষ অন্যদিকে বিদ্যুৎ না থাকায় সেই ভোগান্তি আরো চরমে প্রৌছেছে।
যেসব এলাকায বন্ধ রয়েছে বিদ্যুৎ যথাক্রমে বারৈয়ারহাট পৌরসভা, কলেজপাড়া,মেহেদী নগর,খিলমুরারী, কদমতলা,সোনাপাহাড়,জোরারগঞ্জ, বিষুমিয়ারহাট,তাজপুর,ওসমানপুর, মরগাং,বিন্দাবনপুর,মৌলভীবাজার, বাংলাবাজার,গোলকের হাট, মোবারকঘোনা,ধুম,পরাগলপুর,নাহেরপুর, জামালপুর,ছদমারদিঘী,গনকছরা,পশ্চিম হিঙ্গুলী,মস্তাননগর এবং চৈতন্যের হাট এলাকায় সকাল থেকেই বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা অবস্থায় নিরাপত্তার স্বার্থে কোন কাজ না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির বারৈয়ারহাট জোনাল অফিস কর্তৃপক্ষ।