ঠাকুরগাঁওয়ে আমন খেতে পোকার আক্রমণ; ফসল নষ্টে দিশেহারা কৃষক

 

 

আব্দুল কাদের জিলানী ঠাকুরগাঁও প্রতিনিধিঃকরোনা মাহামারি মধ্যে  মাঠ ভরা ফসল দেখে আশায় বুক বেঁধেছিলেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। কৃষদের সেই স্বপ্ন এখন অনেকটাই দুঃস্বপ্নে পরিণত হতে বসেছে।হঠাৎই ধানে আক্রমণ করেছে কারেন্ট পোকা বা বাদামী গাছ ফড়িং। ধান কাটার আগ মুহুর্তে ফসল নষ্ট হওয়ায় এখন দিশেহারা জেলার কৃষকরা। ক্ষুব্দ কৃষকদের অভিযোগ কৃষি বিভাগের কাছে সহযোগিতা না পাওয়ার।

এতে কৃষি বিভাগের তথ্য মতে এবার ঠাকুরগাঁও জেলায় ১ লাখ ৩৭ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে।তবে আকস্মিকভাবে সদর উপজেলার নারগুন, বেগুনবাড়ি, খোঁচাবাড়ি, দানারহাট, বরুনাগাঁও ও রানিশংকৈল, পীরগঞ্জ, হরিপুর ও রুহিয়া থানার বিভিন্ন এলাকায় আমন ধানে ব্যাপকহারে ধানের পাতা ব্লাস্ট ও কারেন্ট পোকার আক্রমণ  দেখা গেছে।

এই পোকার কারণে পাতার ওপরের অংশের দিক থেকে প্রথমে কালো দাগ দেখা দিচ্ছে। পরে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে ধানগাছ। আবার কারেন্ট পোকার জন্য লালচে হয়ে যাচ্ছে সেগুলো। এতে নেতিবাচক প্রভাব পড়েছে ধানের ফলনে।

বেশ কিছু বালাইনাশক স্প্রে করলেও শতভাগ ফলাফল পাওয়া যায়নি বলে জানান কৃষকরা। নিরুপায় হয়ে অনেকে আধাপাকা ধান কেটে নিচ্ছেন।