উপকূলে দস্যুদের আস্তানা গড়তে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি আলাওল কলেজ মাঠে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন উপকূলীয় এলাকায় কোনও জলদস্যু বা বনদস্যুকে আস্তানা গড়তে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে আরো
 
বলেন, ‘যারা এখনও আত্মসমর্পণ করেননি, তাদের জন্য স্পষ্ট বার্তা হলো—আপনারা পালিয়ে বেড়াতে পারবেন হয়তো, কিন্তু আস্তানা গড়তে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পালিয়ে বাঁচতে পারবেন না।’
 
স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘বিগত সময়ের ন্যায় আজ যারা আত্মসমর্পণ করেছেন, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার সহযোগিতা করবে। পুনর্বাসন করা হবে সবাইকে। তাদের পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। আর যারা এখনও নদী, সাগর বা পাহাড়ে থাকতে চান— তাদের পরিণতি হবে ভয়াবহ। তাদের যারা মদত দিচ্ছেন তাদেরও পরিণতি হবে আরও ভয়াবহ।’
 
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সন্ত্রাস, জঙ্গিবাদ ও দস্যুতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার নির্দেশনা অনুযায়ী, কোনও অপরাধী অপরাধ করে পার পাবে না। র‍্যাব, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসছে। অনুষ্ঠানে র‌্যাব-৭ এর তত্ত্বাবধানে ৩৪ জন জলদস্যু তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ আত্মসমর্পণ করেন। এ সময় তারা অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন।