আজ মাঠে ফিরছে ফুটবল উৎসব

 

আজ শুক্রবার(১৩নভেম্বর)নভেল করোনাভাইরাসের কারণে লম্বা বিরতির পর দেশের মাটিতে ফিরছে আন্তর্জাতিক ফুটবল।  ‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’-এর প্রথম ম্যাচে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। এই ম্যাচ দিয়ে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৭ নভেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

মাঠে আন্তর্জাতিক ফুটবল ফেরার ম্যাচে গ্যালারিতে ফিরছেন দর্শকও। স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ দেখতে পারবেন আট হাজার দর্শক। সিরিজের জন্য দুটি বিভাগে টিকেট ছাড়া হয়েছে। ভিআইপি গ্যালারির টিকেট ৫০০ টাকা এবং সাধারণ গ্যালারির টিকেট ১০০ টাকা করে বিক্রি হবে।নেপালের সঙ্গে খুব একটা সুখকর স্মৃতি নেই বাংলাদেশের। তবে পুরানো ব্যর্থতা ভুলে জয়ে চোখ রাখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে। বৃহস্পতিবার

সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘অবশ্যই নেপাল খুব ভালো দল। তাদের কিছু ভালো এবং আক্রমণাত্মক খেলোয়াড় আছে। তাদেরকে হারানো কঠিন হবে। কিন্তু আমরা কঠোর পরিশ্রম করেছি এবং ফিটনেসের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এই সময়ের মধ্যে। জয় পাওয়া এবং ফুটবলকে লম্বা সময় পর মাঠে ফেরানোর জন্যও আমরা মুখিয়ে আছি।’

অন্যদিকে লড়াইয়ের আভাস দিয়ে রাখল নেপালও। দলের অধিনায়ক কিরন চেমজং বলেন, ‘এখন পুরো পৃথিবীর পরিস্থিতি খুব কঠিন। আমি মনে করি না, এটা খুব বড় একটা প্রভাব ফেলবে। এমন অবস্থার সঙ্গে মানিয়ে নিয়েছি আমরা। এমন পরিস্থিতির জন্যে প্রস্তুত থাকতে হবে আমাদের, মানসিকভাবে আরো শক্ত হতে হবে। এখন পরিস্থিতিটাই এমন, এর মধ্য দিয়েই নিজেদের প্রস্তুত রাখতে হবে আমাদের। দলগতভাবে লড়তে হবে, খেলতে হবে।’

সিরিজের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ দল : শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান (গোলরক্ষক), তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রিয়াদুল হাসান, রহমত মিয়া ও ইয়াসিন আরাফাত (ডিফেন্ডার), আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, জামাল ভুঁইয়া, মানিক হোসেন মোল্লা ও রাকিব হোসেন (মিডফিল্ডার), মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, এম এস বাবলু ও সুমন রেজা (ফরোয়ার্ড)।