আজ রোববার(১৫নভেম্বর)বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভারতীয় চলচ্চিত্র,ছোটোপরদা ও মঞ্চের বিশিষ্ট অভিনেতা সৌমিত্র ৪১ দিন ধরে হাসপাতালে ভরতি ছিলেন। প্রথমে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হওয়ার পর পরবর্তীতে আরও নানান জটিলতা দেখা যায়। হাসপাতাল সরকারি ভাবে রবিবার ঘোষণা করে, এ দিন বেলা ১২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
প্রবীণ অভিনেতার মৃত্যুতে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগজীপ ধানখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-সহ অন্য়ান্যরা। একই ভাবে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকবার্তায় হাসিনা বলেছেন, “প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে তৈরি হল বিরাট শূন্যতা। সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন”।
একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রয়াত অভিনেতার আত্মার শান্তি কামনা করেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।প্রসঙ্গত, চলচ্চিত্র সমালোচকদের একাংশের বিচারে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা অভিনেতা সৌমিত্র।