শফিকুলের মৃত্যুতে মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর শোক

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাকলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

শোক বার্তায় রেজাউল করিম চৌধুরী বলেন, শফিকুল ইসলাম একজন জনদরদী ও সাহসী নেতা ছিলেন। আওয়ামী লীগের দুঃসময়ে সংগঠনকে সু-সংগঠিত করার জন্য কাজ করেছেন। আপাদমস্তক বঙ্গবন্ধুর আর্দশের একজন সাহসী সৈনিক ছিলেন তিনি। তার মৃত্যুতে মহানগর আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠককে হারালো। তার অভাব কোনদিন ও পূরণ হবার নয়।

রেজাউল করিম চৌধুরী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।