যেখানে দুর্নীতি সেখানেই অভিযান-স্বরাষ্ট্রমন্ত্রী

 
 
আজ শনিবার( ২১ নভেম্বর ৭ অগ্রাহায়ণ )রাজধানীর মগবাজার ওয়্যারলেস কলোনি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। গুলশানের (মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাড়ি) অভিযান তারই একটি অংশ। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সব ধরণের অপরাধ দমনে সোচ্চার রয়েছে।আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেই সিরাজগঞ্জে জঙ্গি আস্তানার জঙ্গিরা আত্মসমর্পণ করেছে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি আস্তানায় হানা দেয়ার পাশাপাশি দুর্নীতি বিরোধী অ্যাকশন অব্যাহত রাখবে
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জে অভিযান চালায়। জঙ্গিরা কোনো উপায় না পেয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। জঙ্গি নির্মুল ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী দিন দিন আরও এগিয়ে যাচ্ছে।। সন্ত্রাসী ও দুর্নীতিবাঁজদের কোনো ছাড় দেয়া হবে না।
 
প্রসঙ্গত, রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে ‘গোল্ডেন মনির’ এর বাসায় শুক্রবার রাতে অভিযানে যায় র‌্যাব। শনিবার সকাল পর্যন্ত অভিযান চলে। অভিযানে মনিরের বাড়ি থেকে নগদ ১ কোটি ৯ লাখ টাকা, ৪ লিটার মদ, ৮ কেজি স্বর্ণ, একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ৯ লাখ টাকা মূল্যের ১০টি দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করে র‌্যাব।