শীতের প্রকোপ বৃদ্ধিতে বেড়েছে রোগ-বালাইও

 
সারাদেশে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে রোগ-বালাইও। চট্রগ্রামসহ সারা দেশের হাসপাতালেই রোগীদের সংখ্যাও দিন দিন বাড়ছে।
চিকিৎসকরা বলছেন, অ্যাজমা, নিউমোনিয়া, সর্দি-কাশি, জ্বর, টনসিল—শীতের এসব রোগবালাইয়ে বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে শিশুরা। তবে বৃদ্ধদের ক্ষেত্রেও এই ঝুঁকি কম নয়।বিভিন্ন হাসপাতালে এ সময় শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
শীত শুরুর পর ১ নভেম্বর থেকে ২৮নভেম্বরপর্যন্ত তথ্য মতে,
ঋতু পরিবর্তনের সঙ্গে নতুন নতুন কিছু রোগব্যধির প্রাদুর্ভাব দেখা দেয়। এর মধ্যে বেশি রোগব্যাধি হয় শীতকালে। এবারও শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সর্দি, কাশি, জ্বর, গলাব্যথা, বাত-ব্যাথা, শ্বাসকষ্ঠ, নিউমেনিয়া ও ব্রংকাইটিস, টনসিলের ব্যথা ও প্রদাহসহ নানা ধরনের রোগ দেখা দিচ্ছে। বিশেষ করে শীতকালীন রোগব্যধিতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরাই বেশি আক্রান্ত হয়। তবে সাধারণ ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি।

এছাড়া হাত ধুয়ে ও ঠাণ্ডা খাবার গরম করে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।