লন্ডন থেকে এলেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

 
আজ সোমবার(২৮ডিসেম্বর)যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এলে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আজ মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 
তিনি বলেন, লন্ডন থেকে যেই আসুক, তার যদি করোনা রিপোর্ট নেগেটিভও থাকে, তারপরেও তাকে অবশ্যই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রধানমন্ত্রী আমাদের এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।
 
মন্ত্রিপরিষদ সচিব জানান, রাজধানীর দিয়াবাড়ী ও হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে ব্যবস্থা আছে। অথবা নিজস্ব খরচে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে।