চট্টগ্রাম সিটির প্রশাসক স্ত্রীসহ দুইজনেরই করোনা পজিটিভ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় প্রশাসক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি করোনা যোদ্ধা জননন্দিত জননেতা আলহাজ্ব খোরশেদ আলম সুজন স্ত্রী দুইজনেরই করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কোনও উপসর্গ না থাকায় বর্তমানে স্ত্রীসহ বাসায় আইসোলেশনে আছেন প্রশাসক সুজন। বৃহস্পতিবার দুপুরে করোনা আক্রান্ত হয়ে বাসায় থাকার বিষয়টি নিশ্চিত করেছেন খোরশেদ আলম সুজন নিজেই।
বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন। গতকাল বুধবার সন্ধ্যায় করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এলেও দুজনই বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি নগরবাসীর প্রতি দোয়া চেয়েছেন আপনারা উদ্বিগ্ন হবেন না, উৎকন্ঠিত হবেন না। মহান আল্লাহর দরবারে আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে পুনরায় নগরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। আমাদের সকলের সহযোগিতায় আমরা যেন এ শহরকে একটি নান্দনিক শহরে রূপান্তরিত করতে পারি। মহান আল্লাহ তা’লা আমাদের সকলের সহায় হোন।এর আগে বুধবার জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) সুজন ও তার স্ত্রীর নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে দুইজনের করোনা পজিটিভ আসে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। তবে প্রশাসক ও ওনার স্ত্রী সুস্থ আছেন।