নগর জুড়ে চসিক নির্বাচনের প্রচার প্রচারণা শুরু

শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা।জুমা নামাজের পর আমানত শাহ রহমত উল্লাহ আলাইহের মাজার জিয়ারত শেষে নগরীর আন্দরকিল্লা, পাথরঘাটা ও ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে গণসংযোগ করবেন বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

এ ছাড়া পাহাড়তলী ওয়ার্ড থেকে প্রচার শুরু করবেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম। নির্বাচনে মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ সাতজন।

এদিকে নির্বাচন ঘিরে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে বন্দরনগরী। গত বছরের ২৯ মার্চ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করেছিলো নির্বাচন কমিশন। আগামী ২৭ জানুয়ারি ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।