চট্টগ্রামের অলিগলিতে এখন সিটি নির্বাচনের উত্তাপ। পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট প্রচারণার মাঠ।
বুধবার (২০ জানুয়ারি) সকাল থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন সৈয়দ শাহ্ বাবাজী (রাঃ) মাজার জিয়ারত করে ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের গণসংযোগ শুরু করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী এলাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালান। তিনি পাথরঘাটা দেওয়ানবাজর ওয়ার্ডে গণসংযোগ কালে ‘নৌকা’ প্রতীকের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন
“চট্টগ্রামের বিপুল সংখ্যক তরুন জনশক্তিতে জনসম্পদে রুপান্তর করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘অনলাইন আউটসোর্সিং কোর্স’ চালু করা হবে। এতে করে ঘরে বসেই তরুন- তরুনীরা তথ্য প্রযুক্তির সহায়তায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিপুল পরিমান বৈদেশিক অর্থ আয়ের সুযোগ তৈরী হবে। চট্টগ্রামের মানুষের আত্ম-কর্মসংস্থানের সুযোগ তৈরী করতে আমি নিরলসভাবে কাজ করার জন্য প্রস্তুত।”
ব্যক্তিগত রেষারেষি নিয়ে মারামারি নির্বাচনী সংঘাত নয় উল্লেখ করে রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নিজের ঘর না সামলিয়ে বিএনপি দোষারোপের রাজনীতি করছে।’