উত্তপ্ত চট্টগ্রামের ভোটের মাঠ » নিরাপত্তা টহল জোরদার

নগরীর আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হতাহতে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ২২ জানুয়ারি এ রিপোট লেখা পর্যন্ত সন্ধ্যা ৭টায় নগরজুড়ে বিশেষ টহল ও “নগরজুড়ে চেকপোস্ট ও নজরদারি দেখা যায়। , আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেজন্যই “নগরজুড়ে চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে এবং তা সিটি নির্বাচনকে ঘিরেই্ নির্বাচনের আগ পর্যন্ত এ বিশেষ টহল ও অভিযান চলবে।”নগর পুলিশের কোতয়ালি থানা টহল পুলিশ “সূত্র জানান কমিশনার স্যার নির্দেশনায় চসিক নির্বাচনকে ঘিরে পুলিশের নজরদারি বাড়ানোর।বিশেষ করে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস তল্লাশিসহ এখানে অনৈতিক কিছু হচ্ছে কি না পর্যবেক্ষণ করছি।
পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তথ্যও সংগ্রহ করছি। প্রার্থীদের সাথেও ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখছি. যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে।”