সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের নিউমার্কেট চত্বরে। সংগঠনের প্রচার সম্পাদক প্রীতম বড়ুয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ, সাংগাঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন ও সংগঠক সাকিব।

সমাবেশে বক্তারা বলেন, ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ১৯৮৪ সালে তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে দীর্ঘ দিন ধরে সংগ্রাম পরিচালনা করে আসছে। সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, বৈষম্যহীন ও একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চালু করার দাবিতে আপোষহীন লড়াই জারি রেখেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ জ্ঞান সংরক্ষণ, বিতরণ কিংবা নতুন জ্ঞান সৃষ্টির কেন্দ্র না হয়ে বরং পরিণত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা আজ কেনা বেচার পণ্যে পরিণত হয়েছে। কোমলমতি স্কুল ছাত্র-ছাত্রীদের কোচিং বাণিজ্য, গাইড বাইয়ের ব্যবসায় ও ভর্তি যুদ্ধের মধ্যে ফেলে দেয়া হয়েছে। প্রতি বছর বাড়ছে বেতন ফি। মুষ্টিমেয় ব্যবসায়ী ও লুটেরা ধনিক শ্রেণির হাতে শিক্ষাকে মুনাফা লুটের আয়োজন করে ‘টাকা যার শিক্ষা তার’ এই নীতিতে পরিচালিত হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থা। ছাত্র-শিক্ষক সম্পর্ক হয়ে পড়েছে ক্রেতা-বিক্রেতার লেনদেনের সম্পর্কে। প্রাথমিকে প্রতি বছর প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ৪৫ লক্ষ শিশুর মধ্যে প্রায় অর্ধেক পঞ্চম শ্রণিতে উঠতে না উঠতেই ঝরে পড়ে। এই চিত্র গোটা শিক্ষা ব্যবস্থার।’

বক্তারা আরো বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরের সামনে দাঁড়িয়েও এদেশের শাসকগোষ্ঠী মানুষের মৌলিক শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব আজ পর্যদুস্ত। দুনিয়ার তাবৎ ধনী দেশগুলোতে লুকিয়ে থাকা সীমাহীন বৈষম্যকে নগ্নভাবে উন্মোচিত করল এই ভাইরাস। করোনাকালীন এই সময়ে নানা সংকটে বিপর্যস্ত শিক্ষার্থীদের শিক্ষা জীবন। অপরিকল্পিত ‘সাধারণ ছুটির কারণে শিক্ষার্থীরা নানা চাপ ও অনিশ্চয়তায় দিন পার করছে। করোনা সংকটকালীন শিক্ষা ব্যবস্থায় বিরাজমান বৈষম্য প্রকটভাবে উন্মোচিত হয়েছে। কোনো ধরনের আয়োজন ও প্রস্তুতি ছাড়াই অনলাইন ক্লাস মরার ওপর খাড়ার ঘাঁ হিসেবে এসেছে। বৃহৎ একটা অংশের শিক্ষার্থীরা থাকছে এই অনলাইন ক্লাসের আওতার বাইরে।’