১৮ ফেব্রুয়ারি থেকে নেপালের কাঠমান্ডু ফ্লাইট আবার শুরু করতে যাচ্ছে

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৮ ফেব্রুয়ারি নেপালের কাঠমান্ডু ফ্লাইট আবার শুরু করতে যাচ্ছে। প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হবে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিমান সংস্থাটির উপ-মহাব্যাবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

তিনি জানান, বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকেট কেনা যাবে। নেপাল যাত্রার করোনা-সংক্রান্ত শর্ত/নির্দেশনা /শিডিউল বিমানের ওয়েবসাইট www.Biman-airlines.com-এ পাওয়া যাবে।