মাঝরাত থেকে বইছে শৈত্যপ্রবাহ

দেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে আবহাওয়া অধিদপ্তর বলছে, এ অবস্থা আরও তিন থেকে চার দিন থাকতে পারে। তবে এ বছর আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আজ মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি সকাল থেকে এখন পর্যন্তএখানে কুয়াশা কিছুটা ফিকে হয়ে সূর্যের আলো এসে পড়লেও তবে উত্তর দিক থেকে প্রবল ঠান্ডা বাতাস এসে ঝাপটা দিয়ে যাচ্ছে। ফলে শীতের অনুভূতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। শহরে লোক ও যানবাহন চলাচল অনেক কম শীতে জনজীবন জবুথবু হয়ে পড়েছে নগর গ্রাম।এখানে গত মাঝরাত থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে। বেলা ১১টার দিকে রোদ উঠছে, তবে ঠান্ডা হাওয়ায় ঠকঠকিয়ে কাঁপছে সবাই।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা কোথা কোথাও তাপমাত্রা হয়তো একটু কমতে পারে। তবে বড় আকারে পরিবর্তন নাও হতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে।