বুধবার ০৩ ফেব্রুয়ারি বাজারগুলোতে শীতের সবজির দাম কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। বাজারে শীতের সবজি, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলার সরবরাহ বেড়েছে। মূলত এ কারণেই সবজির দাম কমতে শুরু করেছে।শীতের শুরুর দিকে বাজারে শাক-সবজির দাম চড়া থাকলেও এখন এসব শাক-সবজির দাম হাতের নাগালে রয়েছে বলে জানান ক্রেতা-বিক্রেতারা।
সঙ্গে মাছের দামও কমেছে বেশ খানিকটা। তবে কমেনি চাল ও তেলের দাম।বেশ কিছু বাজার ঘুরে দেখা বাজারে সবজির সরবরাহও প্রচুর। শীতের এই সময়ে তরিতরকারির সরবরাহ ঠিক থাকলে দাম আরো কমতে থাকবে বলে জানান তাঁরা। বাজার, হাতিরপুল বাজার ও কাঁঠালবাগান বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ১৫-২৫ টাকা, বাঁধাকপি ১৫-২০ টাকা, গাজর ১৫-২০ টাকা, শিম ১৫-২০ টাকা, টমেটো ২০-২৫ টাকা, মুলা ১৫-২০ টাকা, চিচিঙ্গা ২৫-৩০ টাকা, বরবটি ৩০-৩৫ টাকা, বেগুন ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পালং শাক প্রতি আঁটি ১০ টাকা, লাল শাক পাঁচ টাকা, লাউ শাক ১০ টাকা, কচু শাক ১০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আলুর সরবরাহ বেড়েছে। এ মাসের শুরুর দিকে আলু প্রতিকেজি ছিল ৩০-৩৫ টাকায়। বিভিন্ন বাজারে আলু ১৬-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও কমেছে আগের তুলনায়। বিক্রেতা জানান, পাবনা, রাজশাহী ও ফরিদপুর থেকে প্রচুর দেশি পেঁয়াজ আসতে শুরু করেছে। এ জন্য পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বাজারে আকারভেদে ইলিশ মাছ ৫০০ থেকে ৭৫০টাকা, তেলাপিয়া ১৪০টাকা, কৈ ১৩০ টাকা, পাবদা ৩৫০টাকা, রুই ২২০-২৫০ টাকা, আকারভেদে রূপচাঁদা ৫৫০-৭৫০ এবং কোরাল ৩৫০-৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়।মিলছে।নগরীর সিরাজুদ্দৌলা সড়কের কাঁচা বাজার,বক্সিরহাট বাজার বৌবাজার রেয়াজউদ্দিন বাজার কর্ণফুলী বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা
খুচরার সাথে পাইকারি বাজারে সবজির দামে পার্থক্যটা উল্লেখযোগ্য।দেশের বিভিন্ন জেলা থেকে আগের তুলনায় তাই কম সবজি আসছে। তবে পাইকারির তুলনায় খুচরায় দাম অনেক বেশি।