স্বর্ণালী প্রিয়া ডেক্স প্রতিবেদনঃ চুল টানটান করার জন্য স্ট্রেইটনার ব্যবহার করেন অনেকে। এই ধরনের মেশিনের তাপ চুলের জন্য খুবই ক্ষতিকর। এতে চুল আরও রুক্ষ হয়ে ভেঙে যায়।প্রাকৃতিক উপায়েই টানটান করতে পারেন রুক্ষ ও শুষ্ক চুল।
নারকেলের দুধ ও মধু একটি কাচের পাত্রে নারকেলের ১ কাপ ঘন দুধ নিন। ১ টেবিল চামচ মধু মিশিয়ে ফ্রিজে রেখে দিন আধা ঘণ্টা। ঠাণ্ডা মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। সম্পূর্ণ চুলেও লাগাবেন। আধা ঘণ্টা অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে চুল মুছে মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নিন। প্রাকৃতিক বাতাসে শুকান আর উপভোগ করুন প্রাকৃতিক উজ্জ্বল ও ঝলমলে চুল!
অলিভ অয়েল, নারকেলের দুধ, লেবু ও কর্ন ফ্লাওয়ার
২ টেবিল চামচ অলিভ অয়েল, ৩ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, ১ কাপ নারকেলের দুধ ও ১টি লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলায় মাঝারি আঁচে নাড়ুন। ক্রিমি হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে ব্রাশের সাহায্যে লাগান। শাওয়ার ক্যাপ অথমা গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে নিন। ২ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
কেন ব্যবহার করবেন নারকেলের দুধের প্যাক?
প্রাকৃতিকভাবে চুল স্ট্রেইট করতে জুড়ি নেই নারকেলের দুধের।
প্রোটিন সমৃদ্ধ নারকেলের দুধ চুলে নিয়ে আসে ঝলমলে ও মসৃণ ভাব।
চুল পড়া বন্ধ করে নারকেলের দুধের হেয়ার প্যাক।