ছাত্রলীগের পাল্টা কমিটি দিয়ে মহানগর ছাত্রলীগে দুই নেতা বহিষ্কার.

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল।দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতিকালে নগর ছাত্রলীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডে ঘোষিত কমিটির বিপরীতে পাল্টা কমিটি গঠনের জেরে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়েছে।

জানা যায় গত ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মহসিন কলেজ এবং চকবাজার, পাঁচলাইশ ও বায়েজিদ থানাসহ ১৩টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় , নির্বাহী সংসদের এক জরুরি সভায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।