(চসিক) নতুন মেয়রের ১০০ দিনের বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন

মশার উপদ্রব নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারে চট্টগ্রাম সিটি কর্পোরেশননের (চসিক) নতুন মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরীর প্রথম ১০০ দিনের ‘বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি’ আজ শনিবার সকাল ১০টায় নগরীর নতুন চান্দগাঁও থানা চত্বরে কর্মসূচির উদ্বোধন থেকে জরুরী জনগুরুত্বপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম চৌধুরী। মেয়রের ঘোষিত ১০০ দিনের কর্মপরিকল্পনাকে সামনে রেখে প্রাথমিক পর্যায়ে একর্মসূচি বাস্তবায়ন করবে চসিক।
জানা গেছে, কর্মসূচির আওতায় প্রতিদিন চারটি ওয়ার্ডে নালা-নর্দমা পরিষ্কার ও মশার ওষুধ ছিটানো হবে। কর্মসূচি চলবে ১১ মার্চ পর্যন্ত।
কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুত রাখা হয়েছে ২৩২ জন পরিচ্ছন্ন কর্মী। প্রতিটি ওয়ার্ডে পরপর দুইদিন ৫৭ জন করে পরিচ্ছন্ন কর্মী কাজ করবেন। এর মধ্যে ৫০ জন নালা-নর্দমা পরিষ্কার করবে। পাঁচজন হ্যান্ড স্প্রে এবং দুইজন ফগার মেশিন দিয়ে মশার কীটনাশক ছিটাবে।
এদিকে মশক নিধনে মজুদ রাখা হয়েছে ১৬ হাজার লিটার এলডিও (কালো তেল নামে পরিচিত) ও সাত হাজার লিটার ‘লার্ভিসাইড’ (মশার লার্ভা ধ্বংসের কীটনাশক)।