সংস্কৃতিকর্মী ও বীর মুক্তিযোদ্ধা নিখিল সেনের মৃত্যুবার্ষিকী আজ

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি )বিশিষ্ট নাট্যকার, আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী ও বীর মুক্তিযোদ্ধা নিখিল সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাট্যকার হিসেবে ২০১৮ সালে তিনি একুশে পদক পান।

নিখিল সেন ১৯৩১ সালের ১৬ এপ্রিল বরিশালের কলশ গ্রামে জন্মগ্রহণ করেন। ‘সিরাজের স্বপ্ন’ নাটকে সিরাজ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নাট্যজীবন শুরু করেন। এরপর তিনি অনেক নাটকে অভিনয় করেছেন। দিকনির্দেশনা দিয়েছেন ২৮টি নাটকে। নিখিল সেন কমিউনিস্ট আন্দোলনে ভূমিকা রেখেছেন। তিনি একজন ভাষাসংগ্রামী।

নিখিল সেন কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে শিল্পকলা পদক, ২০০৫ সালে শহীদ মুনীর চৌধুরী পুরস্কার, ১৯৯৯ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান সম্মাননা ও ১৯৯৬ সালে শিল্পকলা একাডেমি সম্মাননা পান।