মোঃ সাকিব চৌধুরী প্রতিেদনঃ ২৫ ফেব্রুয়ারি কুলগাঁও দাইয়াপাড়া এলাকায়
মেহেদি হাসান স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট
শুভ উদ্ধোধন করেন ২ নং জালালাবাদ ওয়ার্ড এর নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব শাহেদ ইকবাল বাবু ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের দক্ষ সংগঠক আব্দুল মান্নানসহ আওয়ামীলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
‘খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়’প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। তিনি আরো বলেন,‘খেলাধুলা দেশের জন্য একান্তভাবে প্রয়োজন। যতবেশি খেলাধুলার সঙ্গে আমাদের ছেলে-মেয়েদেরকে সম্পৃক্ত রাখতে পারবো তারা ততবেশী সুস্বাস্থ্যের অধিকারী হবে। চিন্তা-চেতনায়, মন-মননে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি উন্নত হবে তারা।’