ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় সড়ক দুর্ঘটনায় মো. মামুন (৪০) নামের একজন ট্রাক চালক নিহত হয়েছেন। বুধবার মহাসড়কের লেমুয়ার কাজিরদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়,ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে একটি ট্রাকের চালক নিহত হন, আহত হন চালকের সহযোগী।
ঘটনাস্থল থেকে দুজনকে ফেনী ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাহাব উদ্দিন ট্রাক চালক মো. মামুন (৪২) কে মৃত ঘোষণা করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর নির্দেশ দেন।
অপর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত মো. মামুন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনীর হাজীপুর এলাকার আজিজুল হকের ছেলে এবং অপর আহত ব্যক্তি মোহাম্মদ শাহীন (২১), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর মার্টিন এলাকার শাহ আলমের ছেলে।