বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র যানজটের কবলে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। বিভিন্ন এলাকায় তীব্র যানজটের কবলে পড়লেও বিশেষ করে টেরিবাজার
কোরবাণীগঞ্জ খাতুনগঞ্জ সড়কের বেহাল দশায় রাতে দিনে সেখানে তীব্র যানজট লেগেই আছে ।,ট্রাক ও লরির মতো ভারি যানবাহন যখন তখন প্রবেশে তীব্রতর হচ্ছে দীর্ঘ যট।
যানজটের কবলে চট্টগ্রাম নগরীর এসব এলাকা মূলত স্তব্ধ হয়ে পড়ে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে উক্ত এলাকায় মূল সড়কজুড়ে ট্রান্সপোর্ট এজেন্সির ভারি যানবাহন প্রবেশ করার উপর নির্দেশনা থাকলে তা মানাছে কই। সীমাহিন ভোগান্তির কথা বহুবার জানিয়ে ও কতৃপক্ষের কোন সহযোগিতা পাওয়া যায়না বলে জানান।