ভারত বনাম ইংল্যান্ডের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে। যে জিতবে সিরিজ তাদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ওপেনিংয়ে নেমেই ঝড় তুললেন দুজন। তাতে মাত্র দুই উইকেটে রেকর্ড সংগ্রহ পায় ভারত। রান উৎসবের ম্যাচটিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বিরাট কোহলির দল।
শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকেরা।এদিন আগে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে ভারত। টি-টোয়েন্টিতে এটা ভারতের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে এটাই সর্বোচ্চ সংগ্রহ।
এই রান তুলতে বড় ভূমিকা ছিল অধিনায়ক কোহলির। ওপেনিংয়ে নেমে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। ৫২ বলে তাঁর ইনিংসে ছিল সাত বাউন্ডারি ও দুই ছক্কা। আরেক ওপেনার রোহিত খেলেছেন ৩২ বলে ৬৪ রানের ইনিংস। যাতে ছিল চার বাউন্ডারি ও পাঁচ ছক্কা। বাকি দুজনের মধ্যে ৩৯ রান করেন পান্ডিয়া আর সুন্দর করেন ১৭ বলে ৩২ রান।
২২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বাটলার ও মালানের ৮২ বলে ১৩০ রানের জুটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। নির্ধারিত ওভারে ১৮৮ রানে থেমে যায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন ডেভিড মালান। ৩৪ বলে ৫২ রান করেন বাটলার। বাকিরা কেউ ২০-এর ঘরও পার করতে পারেননি।