ব্রেকিং নিউজ-নগরজুড়ে আইন-শৃঙ্খলাবাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার

কোলাহলমূখর বন্দরনগরী চট্টগ্রাম এখন অনেকটাই ফাঁকা অপ্রীতিকর ঘটনার শঙ্কায় সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলাবাহিনী গুরুত্বপূর্ণ শহরগুলোর রাস্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)সহ যোথবাহিনীর সদস্যদের টহল জোরদারকরা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) রাতে শহরগুলোতে বিজিবি মোতায়েন করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশের সতর্ক অবস্থান ও টহল জোরদার করাসহ বাইরে টহল সাদা পোশাকের পুলিশ ও নগর গোয়েন্দা সদস্যরা তৎপর এদিকে সহিংসতা মোকাবেলায় পরিবেশ শান্ত রাখতে কঠোর ভূমিকায় থাকার কথা শুরু থেকে জানিয়ে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী । প্রতিটি পয়েন্টে পুলিশের তল্লাশি-চৌকি রয়েছে। এ ছাড়াও বিভিন্ন মোড়ে মোড়ে টহলে রাখা হয়েছে
হাটহাজারীতে হেফাজতে ইসলাম ও পুলিশের মধ্যে সংঘর্ষে চার জন নিহত হয়েছে শুক্রবার (২৬ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তারা মারা যান । ঘুরে দেখা গেছে,আজ শনিবার (২৭ মার্চ) স্পর্শকাতর জায়গাগুলোতে পুলিশের সতর্ক অবস্থান এবং র‌্যাব-বিজিবির টহল অন্য দিনের চেয়ে জোরদার ছিল।ও আইন-শৃঙ্খলাবাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অগ্নিসংযোগ ও নাশকতা মোকাবিলায় কঠোর অবস্থানে প্রশাসন। । সূত জানান,নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নাশকতা মোকাবিলায় অতি ঝুঁকিপূর্ণ পয়েন্টে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন, মহাসড়কে র‌্যাব-পুলিশ, বিজিবির টহল জোরদারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার দুপুরে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল থেকে হঠাৎ হাটহাজারী থানা, ভূমি অফিস, ডাক বাংলোসহ বিভিন্ন সরকারি স্থাপনায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান তারা। এ সময় পুলিশের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ গুলি ছুঁড়লে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।এদিকে এ ঘটনার পর হেফাজত নেতাকর্মীরা মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে হাটহাজারীতে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়নের পাশাপাশি প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেপ্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ এবং রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।