ব্রেকিং নিউজ » সারাদেশসহ ঢাকা ও চট্টগ্রাম নগরীতে কঠোর অবস্হানে আইনশৃঙ্খলা বাহিনী

রবিবার, ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব দেখা যাচ্ছে না চট্টগ্রাম ও রাজধানীতে। দেশের অন্যান্য স্থানেও হরতাল চলছে ঢিলেঢালাভাবে।বেলা বাড়ার সাথে সাথে সড়কে বাড়ছে যানবাহনের সংখ্যা। বাড়ছে । তবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্হা । বসাসো হয়েছে চেকপোষ্ট।সকাল থেকেই যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। লোকজন কাজে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে জীবন স্বাভাবিক হচ্ছে। আইন-শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ ও র‌্যাব এর টহল জোরদার করা হয়ছে।বিভিন্ন পয়েণ্টে সরকারিদলের অবস্হান দেখা গেছে। যারা এই হরতালের নামে বিক্ষোভ, মিছিল সমাবেশের নামে নাশকতার চেষ্টা করবে, জ্বালাও-পোড়াও করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। কেউ যদি যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে, জানমালের ক্ষতির চেষ্টা করে, থানায় হামলা বা আগুন দেয়ার চেষ্টা করে তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মনে রাখতে হবে কেউ আইনের ঊর্ধ্বে নয়।
চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র‌্যাব সদর দপ্তর সব ব্যাটালিয়নকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি র‌্যাব সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পর্যবেক্ষণ শুরু করেছে। কেউ হরতালের নামে সহিংসতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।বলে জানানো হয়