বিএনপি নেতা শাহাদাতসহ ১৪ জন আটক

সোমবার (২৯ মার্চ) বিকেল ৩টায় নগরীর কাজীর দেউড়ি নুর আহম্মদ সড়ক এলাকায় বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে ৬ পুলিশসহ ৪০ জনের বেশি আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ দলীয় কার্যালয় এলাকা থেকে মহিলাদলের চার সদস্যসহ ১৪ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে মহিলাদলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, প্রচার সম্পাদক দেওয়ান লিটা ও আঁখি সুলতানা রয়েছেন বলে জানা গেছে। এরপার সন্ধ্যা ৬টায় ট্রিটমেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ। তবে ডা. শাহাদাতকে আটক করা হয়েছে বিএনপি নেত্রী লুসি খানের করা চাঁদাবাজি ও অপরহরণ মামলায়।

সংঘর্ষের সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে সাধারণ পথচারীরা ছুটাছুটি শুরু করে। সূত্র জানায় বিএনপির কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। তারা মিছিল নিয়ে এসে পুলিশ দেখে হঠাৎ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল, ককটেল নিক্ষেপ শুরু করে। এ সময় বেশ ক জন পুলিশ সদস্য আহত হয়। পরে সেখান থেকে চার নারীসহ ১৫ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যানবাহনও চলছে, মানুষের চলাচলও স্বাভাবিক রয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। চকবাজার থানার ওসি আতারউর রহমান খন্দকার বলেন, ডা. লুসি খান নামে এক মহিলা চাঁদাবাজি ও অপহরণের চেষ্টার অভিযোগ মামলা ডা. শাহাদাত হোসেনসহ তিন জনের বিরুদ্ধে করাহয়। সন্ধ্যায় আমরা প্রধান অভিযুক্ত ডা. শাহাদাত হোসনেকে আটক করেছি। অন্যদের আটকে অভিযান অব্যাহত আছে।