চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর জরুরি পণ্যের দোকান ছাড়া সব বন্ধ

আজ শনিবার(৩ এপ্রিল)চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওষুধসহ জরুরি প্রয়োজনীয় পণ্য এ নির্দেশনার বাইরে থাকবে বলে জানান জেলা প্রশাসন। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
জেলা প্রশাসকের স্টাফ অফিসার মাসুদ রানা জানান, অজ থেকেএ সিদ্ধান্ত কার্যকর হয়।

চট্টগ্রামে করোনা পরিস্থিতি বেশি খারাপ হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মমিনুর রহমান। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

জেলা প্রশাসন জানায়, করোনার সংক্রমণ প্রতিরোধে নেওয়া সিদ্ধান্ত আজ থেকে থেকে কার্যকর করা হয়।সন্ধ্যা ৬টার পর বিপণি বিতান খাবার দোকানসহ সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। এসব সিদ্ধান্ত সঠিকভাবে পালিত হচ্ছে কি না জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তদারকি করবেন।