আজ সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নুর জাহান বেগম (৫৫) নামে এক নারী রিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। আজ সীতাকুণ্ড বাজার সংলগ্ন বায়তুশ শরফ মসজিদের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহতের সূত্রে বলেন,নিহত নুর জাহান একই উপজেলার শেখনগর উত্তর মহাদেবপুর এলাকার আবুল কালামের স্ত্রী বলে জানা গেছে।
জানা যায়, সীতাকুণ্ড বাজার থেকে বাজার করে রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন নুর জাহান। রিকশাটি বায়তুশ শরফ মসজিদ সংলগ্ন এলাকায় পৌছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তার আরোহিত রিকশাকে ধাক্কা দেন।
এতে রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন নুরজাহান। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। তিনি বলেন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে হাসপাতালে আনা হয়।

পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।