চট্রগ্রাম নগরীর বাকলিয়ার মাষ্টারপূল বৌবাজার খাঁজাহোটেল এলাকায় আজ রাত ১০টা ৩০ এ সর্বাত্বক লক ডাউনের সময় এ অবস্হা কোন ভাবেই মানছে না আইন ও সামাজিক দূরূত্ব. ও মাস্কের ব্যবহার ‘লকডাউন’ দেখতে রাস্তায় মানুষ
মানুষ স্বাস্থ্যবিধি মানতে উদাসীন এসব এলাকায়। করোনা ভাইরাস মোকাবেলাই জনগনণর সমাগম ঠেকাতে দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে।তবে কোন ভাবেই মানছে না দোকান পাট ব্যবসা প্রতিষ্টানগু বেশ কিছু খোলা ইচ্ছামতোই বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে লোক সমাগম করতে। করোনা ভাইরাস নামের এই মরণঘাতির টেনশন থাকছেই না কারো মাথায়। যে যার ইচ্ছেমত চলাফেরা করছে। কোন কোন স্থানে জনগণ একসাথে বসে আড্ডা দিচ্ছে।ঘুরে ঘুরে কয়েক জায়গায় দেখা গিয়েছে জনগস দিদারছে ঘুরে বেড়াচ্ছে আড্ডা দিচ্ছে।দোকানেই জনগণ বসে শুরু করছে মনের সুখে গল্প।ইতিমধ্যে কয়েকদিন থেকে জনসমাগম ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে সব সময় অভিযান চালানো হচ্ছে। তবুও কিন্তু কোন ভাবেই কমছে না জনগনণর মেলামেশা।