আজ সোমবার (১৯ এপ্রিল)বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে ব্যবসা বন্ধ থাকায় আয় বন্ধ হয়ে তারা দিশেহারা।স্বাভাবিক সময়ে রমজান মাস এলেই বাড়তি আয় থাকে কিন্তু বর্তমানে দোকান বন্ধ থাকায় এক প্রকার অর্ধাহারে অনাহারে দিনযাপন করতে হয়েছে তাদের। সংক্রমণ রোধে সরকারের দেয়া কঠোর নিষেধাজ্ঞার ষষ্ঠ দিন।এতে সর্বাত্বক লকডাউনে টেরিবাজারে বেশকিছু দোকানপাট খোলা। নগরের খাতুনগঞ্জ বক্সিরহাট এলাকায় মানুষের ভিড় । কিন্তু বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব।এসময় অনেকের মুখেই দেখা যায়নি মাস্ক।এতে ভয়াবহ ভাবে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে দিনে দিনে । স্বাস্থ্য সচেতনতার কোন বালাই নেই।ভিড়ে মাঝে মানুষ কেনাকাটা করছেন।অনেকেরই মাস্ক নেই মুখে কেউ বা আবার ঝুলিয়ে রেখেছেন গলায়, এ হলো করোনা ভাইরাস রোগ (কোভিড-১৯) সচেতনতা। আবার কোন কোন এলাকায় দেখা যায় ভিন্ন লকডাউন পিনপতন নিস্তব্ধতা সবকিছুই বন্ধ ।বিস্তারিত আসছে….