কাউকে ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের কাজ নয়-বাবুনগরী

কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো হেফাজতে ইসলামের কাজ নয়। এসব নিয়ে কিছু কুচক্রিমহল গুজব ছড়াচ্ছে বলে জানালেন হেফাজত ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী। এক ভিডিওবার্তায় তিনি এসব গুজবে কান না দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। ভাঙচুরের ঘটনায় দুঃখপ্রকাশ করে বাবুনগরী বলেন, ভাঙচুর জ্বালাও পোড়াও ইসলামে হারাম বা নাজায়েজ।

হেফাজতের আলোচিত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রায় ৩২ ঘন্টা পর সংগঠনের প্রধান একটি ভিডিও বার্তা দেন। ভিডিও বার্তায় হেফাজতের আমির জানান, কোন দলের এজেন্ডা বাস্তবায়নের কাজ তার সংগঠন করবে না। মাননীয় সরকারের প্রতি আমার অনুরোধ, আপনারা এ গুজবে কান দেবেন না যে হেফাজতের উদ্দেশ্য হলো অমুক অমুক দলকে ক্ষমতায় বসানো। এটা ডাহা মিথ্যা কথা, নির্জলা মিথ্যাচার।’

গ্রেপ্তারকৃত হেফাজতের নেতাদের মুক্তি দাবি করেন তিনি বলেন, ‘ইসলাম কখনই ভাঙচুর জ্বালাও পোড়াও সমর্থন করে না।’