বান্দরবান প্রতিনিধিঃআজ মঙ্গলবার (২০ এপ্রিল)বান্দরবানের আলীকদমে ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলার তারাবুনিয়া এলাকার এবিএম নামে একটি ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সায়েদ ইকবাল।
তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করে ইটভাটা পরিচালনার অপরাধে ২০১৩ এর ৬ ধারার অপরাধে ১৬ ধারা মোতাবেক এবিএম ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
এ সময় ইটভাটায় কোনোপ্রকার জ্বালানী কাঠ ব্যবহার না করাসহ ইট বানানোর কাজে ফসলি জমি ও পাহাড় কেটে মাটি না নেওয়ার নির্দেশ দেন তিনি।
উল্লেখ্য, এর আগে ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) ইউবিএম নামের অন্য এক ইটভাটার মালিককে অবৈধভাবে পাহাড়কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।