আজ বৃহস্পতিবার(২২এপ্রিল)ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত এবং একজন আহত হয়েছেন।এ সময় লেভেল ক্রসিংয়ে ট্রেনটি কয়েকটি গাড়ির ভেতর ঢুকে পড়ে। বলা হচ্ছে এই দুর্ঘটনার সময় ক্রসিংয়ের গেট বন্ধ ছিল না।
পুলিশের অতিরিক্ত সুপারেনডেন্টেন্ট সঞ্জীব বাজপাই জানান, লক্ষৌ-চন্ডীগড় সুপারফাস্ট ট্রেনটি লেভেল ক্রসিংয়ে যানবাহনগুলোকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়ে যায়।
তিনি আরো জানান, আজ সকালে ট্রেনটি মিরানপুর কাটরা রেলওয়ে স্টেশন ছেড়ে আসার পর এ দুর্ঘটনা ঘটে। খোলা ক্রসিংয়ে ট্রেনটি একটি গাড়ি ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেছেন।
ট্রেন আসার মুহুর্তেও ক্রসিংয়ের গেট কেন খোলা ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।